স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে টিআরসি’র দোয়া মাহফিল
প্রকাশিত : 08:51 PM, 31 March 2021 Wednesday

স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে তানোর রিপোর্টার্স ক্লাবের (টিআরসি) উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বুধবার (৩১ মার্চ) বাদ মাগরিব তানোর পৌরশহরের সৈনিক সুপার মার্কেটে অবস্থিত ক্লাব কার্যালয়ে এই মাহফিল হয়েছে। এছাড়া ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত এক আলোচনাও অনুষ্ঠিত হয়।মোনাজাতে তানোর রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও স্ব-শিক্ষিত ধান গবেষক নূর মোহাম্মদ, সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি হামিদুর চৌধুরী, যুগ্ম সম্পাদক সামসুজোহা, অর্থ সম্পাদক বিশ্বজিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক লুৎফার রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রাহীম, দপ্তর ও প্রচার সম্পাদক সেলিম রেজা, কার্যনির্বাহি সদস্য আবু বাক্কার, নয়ন কুমার ও পাপ্পু কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও প্রভাষক মো. মফিজ উদ্দীন।মোনাজাতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও দোয়া করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।