সিরাজগঞ্জে আগুন লেগে ৫টি দোকান পুড়ে ছাই প্রায় ৩০ লাখ টাকারও বেশি ক্ষতি
প্রকাশিত : 07:40 PM, 6 April 2021 Tuesday

সিরাজগঞ্জে অগ্নিকান্ডে একটি মার্কেটের ৫টি দোকান পুড়ে ছাই গেছে। এতে অন্তত প্রায় ৩০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।বা ঐতারা এলাকার বাসিন্দা ও যুবলীগ নেতা আরিফ জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে বাঐতারা বাজারের রনি তালুকদারের মার্কেটে হঠাৎ করে আগুন লাগে। এতে আগুন লেগে ধীরে ধীরে ওই মার্কেটের ৫টি দোকানেই ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে ওই ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আলীম, আলতাফ হোসেন ও চন্দন কুমার দাস বলেন, আগুনে ১টি মনোহরী দোকান, কম্পিউটার ও মোবাইল ফোনের দোকান, স্টেশনারী এবং একটি ডেন্টাল ওষুধ এবং হোমিওপ্যাথ ওষুধের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে অন্তত ৩০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেন।এ ব্যাপারে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেছি। তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনে সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকান্ডে ৩০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।