স্বাস্থ্যবিধি না মানায় লক্ষ্মীপুরে ১৫ জনকে জরিমানা
প্রকাশিত : 06:27 AM, 3 April 2021 Saturday

সাস্থবিধী না মানায় লক্ষ্মীপুরে ১৫ জনকে ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২ এপ্রিল) বিকালে পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চলিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন জানান, লক্ষ্মীপুরে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা চালানো হচ্ছে। একইসাথে জনসাধারণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান আদালত। এরই ধারাবাহিকতায় মাস্ক ছাড়া চলাচল করায় ১৫ জনকে জরিমানা করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।