রাজশাহী, শনিবার ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধি বিকাশ খেলা ◈ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগমারার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ◈ নওগাঁর ছয়টি আসনে ৫৫ জন প্রার্থীর মনোনয়ন দাখিল  ◈ বাগমারার বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী আর নেই ◈ জনসমর্থন নিয়ে নির্বাচনের মাঠে শান্তির বাগমারার রুপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ◈ জাতির পিতার সমাধি সৌধে খুলনা-৪ আসনের এমপি প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর শ্রদ্ধা নিবেদন ◈ নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপিসহ মনোনয়নপত্র জমা দিলেন-৮ প্রার্থী ◈ রাজশাহী-৪ আসনে নৌকার মনোনীত আবুল কালাম আজাদ’দের মনোনয়ন দাখিল ◈ সিআইপি সোহেল রানা’র টিউবওয়েল উপহার পেয়ে আনন্দিত এলাকাবাসী ◈ রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লক্ষ্মীপুরের রামগঞ্জে পরকীয়ায় সাড়া না দেওয়ায় গৃহবধূ খুন

প্রকাশিত : 08:17 AM, 19 April 2021 Monday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পরকীয়ায় সাড়া না দেওয়ায় রাসেল নামে এক ব্যক্তির ছুরিকাঘাতে মৌসুমী (৩৫) নামের এক গৃহবধূ প্রকাশ্যে খুন হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন নিহতের ছেলে নাইমুর রহমান এবং একই বাড়ির রানু বেগম। পরে গণপিটুনিতে মারা যায় ঘাতক রাসেল (৪০)। গতকাল রবিবার সকাল ৯টার দিকে জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের জাফরনগর গ্রামের উত্তর ভূঁইয়াবাড়িতে কাতারপ্রবাসী সফিউল্লাহর বসতঘরে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, পরকীয়া সম্পর্কের জের ধরে নিহত নারীর কথিত প্রেমিক রাসেল তাকে ছুরিকাঘাতে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মৌসুমী কাতার প্রবাসী সফিউল্লাহর স্ত্রী। তাদের তিনটি সন্তান। অন্যদিকে গণপিটুনিতে নিহত রাসেল পার্শ্ববর্তী মোল্লাবাড়ির ছিদ্দিক মোল্লার বখাটে ছেলে। সেও বিবাহিত এবং তিন সন্তানের জনক। সে পেশায় একজন কাঠমিস্ত্রি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী সফিউল্লাহর স্ত্রী নাসরিন সুলতানা মৌসুমীর সঙ্গে পার্শ্ববর্তী মোল্লাবাড়ির ছিদ্দিক মোল্লার বখাটে ছেলে রাসেল মোল্লার দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। একপর্যায়ে পারিবারিক চাপে মৌসুমী সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা চালান এবং নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন। খবর পেয়ে রাসেল আরো ক্ষীপ্ত হয়ে মৌসুমীকে প্রাণনাশের হুমকি দেয়। রবিবার সকালে রাসেল মৌসুমীর ঘরের সামনে গিয়ে দরজা খুলতে চাপ সৃষ্টি করে। পরিস্থিতি বেগতিক দেখে মৌসুমী গ্রাম্য পুলিশ মিজানুর রহমানকে খবর দেন। পরে গ্রাম পুলিশসহ গ্রামের লোকজন উপস্থিত হলে পার্শ্ববর্তী বাড়ির আনোয়ার মোল্লার নির্দেশে দরজা খুলে দেওয়ামাত্রই বখাটে রাসেল ঘরে প্রবেশ করেই মৌসুমীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে মৌসুমী মাটিতে লুটিয়ে পড়লে স্বজনেরা দ্রুত তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে গ্রামবাসী ঘাতক রাসেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলে হাসপাতালে নেওয়ার সময় সে মারা যায়।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা) জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT