রাজশাহী তানোরে তিন দিনব্যাপী ওয়েব পোর্টাল ও ই নথি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত।
প্রকাশিত : 03:41 PM, 5 April 2021 Monday

রাজশাহী তানোরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আয়োতায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিদের ওয়েব পোর্টাল ও ই নথি বিষয়ক প্রশিক্ষন তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এর আগে রোববার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উপজেলা প্রশাসন ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) মুন্না’র পরিচালনায় প্রশিক্ষন প্রদান করেন উপজেলা সহকারী প্রোগ্রামার জাকারিয়া হোসেন এসময় প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাবৃন্দরা ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।