রাজশাহীর দুর্গাপুরে যাত্রীদের কাছে আদায় করা হচ্ছে দ্বিগুণ ভাড়া
প্রকাশিত : 08:23 PM, 9 April 2021 Friday

অনলাইন ডেস্ক::রাজশাহী দুর্গাপুরে কিছু দিন আগে অটোরিকশার দুর্গাপুর থেকে বানেশ্বরের ভাড়া ছিলো ১০ থেকে ১৫ টাকা এবং সিএনজি ভাড়া ছিলো ২০ টাকা থেকে ২৫ টাকা। দুর্গাপুর থেকে ১০ কিলোমিটার পথ যেতে বর্তমানে অটোরিকশার ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে ২৫ থেকে ৩০ টাকা এবং সিএনজির ভাড়া নেওয়া হচ্ছে ৪০ টাকা থেকে ৫০ টাকা। পথচারী যাত্রীরা অভিযোগ করে বলেন, এসব অটোরিকশা ও সিএনজি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক। বাড়তি ভাড়া নেয়ার বিষয়ে অটোরিকশা চালক ও সিএনজি চালকদের কাছ থেকে জানতে চাইলে তারা জানান, যানবাহনের বেশি যাত্রী চলাফেরা না করার কারণে আমাদেরকে বেশি ভাড়া নিতে হচ্ছে। উঠেছে রাজশাহীর দুর্গাপুরে যাত্রীদের কাছে আদায় করা হচ্ছে দ্বিগুণ ভাড়া।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।