রাজশাহীতে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক এক
প্রকাশিত : 10:32 PM, 12 April 2021 Monday

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ডা. রহমানের বাড়ির সামনের রাস্তা থেকে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। এসময় তার কাছে থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃত হলেন, মো. হাবিবুর রহমান (৪০)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি ২ নং ওয়ার্ডের মোছা. হাসিনা বেগম ও জমশেদ আলীর ছেলে।
র্যাবসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ৩’১৫ টার দিকে গোদাগাড়ীর বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ হাবিবুরকে হাতেনাতে আটক করা হয়। এ সময় একটি টিভিএস মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় রাজশাহী গোদাগাড়ী মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।