রাজশাহী, শনিবার ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধি বিকাশ খেলা ◈ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগমারার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ◈ নওগাঁর ছয়টি আসনে ৫৫ জন প্রার্থীর মনোনয়ন দাখিল  ◈ বাগমারার বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী আর নেই ◈ জনসমর্থন নিয়ে নির্বাচনের মাঠে শান্তির বাগমারার রুপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ◈ জাতির পিতার সমাধি সৌধে খুলনা-৪ আসনের এমপি প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর শ্রদ্ধা নিবেদন ◈ নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপিসহ মনোনয়নপত্র জমা দিলেন-৮ প্রার্থী ◈ রাজশাহী-৪ আসনে নৌকার মনোনীত আবুল কালাম আজাদ’দের মনোনয়ন দাখিল ◈ সিআইপি সোহেল রানা’র টিউবওয়েল উপহার পেয়ে আনন্দিত এলাকাবাসী ◈ রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহীতে বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই গ্রেপ্তার

প্রকাশিত : 06:26 PM, 20 April 2021 Tuesday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

রাজশাহীতে বড় ভাইকে হত্যার অভিযোগে সাফি উদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাফি নগরীর সাধুর মোড়ের মৃত বদর উদ্দিনের ছেলে।

সোমবার দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, পৈত্রিক সম্পত্তি বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সাফির সঙ্গে তাঁর বড় ভাই উজ্জল শেখের (৩৫) মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে সাফি তাঁকে হত্যার পরিকল্পনা করেছিলেন।

গত ৩ এপ্রিল সকালে উজ্জল শেখ তাঁর ছোট ভাই সাফির বাড়ির গলি রাস্তার দিয়ে যাচ্ছিলেন। তখন সাফি বাড়ির দ্বিতীয় তলা থেকে উজ্জলের মাথার ওপর ইট ফেলেন। এতে উজ্জল গুরুত্বর আহত হন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর কয়েকদফা চিকিৎসা করা হয়। গত রোববার (১৮ এপ্রিল) বিকালে উজ্জল মারা যান। এ নিয়ে থানায় হত্যা মামলা হয়।

এরপর পুলিশ আসামি সাফিকে গ্রেপ্তারের চেষ্টা শুরু করে। সোমবার দিবাগত রাতে তাঁকে গোদাগাড়ী থেকে গ্রেপ্তারও করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT