রাজশাহীতে ড্রাম থেকে উদ্ধার হওয়া যুবতীর লাশটি নার্সিং কলেজের ছাত্রীর
প্রকাশিত : 12:09 PM, 19 April 2021 Monday

অনলাইন ডেস্ক:রাজশাহী মহানগরীর সিটি হাট এলাকায় ডোবায় ফেলে যাওয়া ড্রামের ভেতর থেকে শুক্রবার উদ্ধারকৃত অজ্ঞাত নামা তরুণীর লাশের পরিচয় মিলেছে। তরুনীর নাম ননিকা রানী। বাড়ি ঠাকুরগাঁও সদরের মিলনপুর। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তার মোবাইল বন্ধ পায় তার ভাই। তথ্য প্রযুক্তির সহযোগিতায় তরুনীর পরিচয় নিশ্চিত হওয়ার পর আজ রোববার রাত ৯ টায় শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম সরকার মর্গ থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। ননিকা রাজশাহী সরকারি নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করেন গতবছর। নগরীর পাঠানপাড়া এলাকার একটি ছাত্রী মেসে থাকতেন। মেসে থেকে তিনি চাকরির জন্য পড়াশোনা করতেন।
এ তথ্য নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার ওসিসহ সরকার বলেন, পরিচয় শনাক্ত হওয়ার পর ওই তরুণীর লাশ তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। কেন ওই তরুণীকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই কলেজছাত্রীর মোবাইল নাম্বারটিও পাওয়া গেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ১৬ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাতনামা ওই
যুবতীর লাশ ড্রামের মধ্যে দেখে এক কৃষক ইউপি সদস্যের মাধ্যমে শাহমখদুম থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।