রাজশাহীতে করোনাভাইরাসে ঊর্ধ্বগতি, আক্রান্ত-৫৫
প্রকাশিত : 11:19 PM, 16 April 2021 Friday

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি দিকে যাচ্ছে।বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। দেশে করোনায় সংক্রমণ শনাক্তের ঊর্ধ্বগতি আজও অব্যাহত আছে। দিন দিন বেড়েই চলেছে রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা । আজ সর্বাধিক ৫৫ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে আজ শুক্রবার(১৬ এপ্রিল) ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নতুন ভাবে রাজশাহী জেলায় ৫১ ও নওগাঁয় ৪ জন আক্রান্ত হয়েছে।
এদিন ল্যাবে মোট ২৭৪ জনের করোনা পরীক্ষা হয়। তার মধ্যে ৫৫ জনের করােনা পজিটিভ পাওয়া যায়। বাকি ২১৯ জনের নেগেটিভ শনাক্ত হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।