রাজধানীতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল
প্রকাশিত : 03:00 PM, 28 March 2021 Sunday

হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
আজ রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। তাঁরা হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং হরতাল প্রতিরোধের ঘোষণা দেন। পরে মিছিলটি জিরোপয়েন্ট ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী মিছিল সমাবেশে হামলা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজকের হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। তাঁদের হরতালে সমর্থন দেয় জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ কয়েকটি সংগঠন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।