যে কারণে হঠাৎ বধূবেশে দীঘি
প্রকাশিত : 09:12 AM, 15 April 2021 Thursday

শিশুশিল্পী থেকে প্রার্থনা ফারদিন দীঘি এখন চিত্রনায়িকা। ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে তার। দুটি ছবিতেই দীঘিকে নায়কের স্ত্রীর চরিত্রেই দেখা গেছে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন তিনি। আর ফিরেই চমকে দিলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বউয়ের সাজে ছবি প্রকাশ করেছেন একটি। ছবি দেখে অনেকে মনে করছেন দীঘি মনে হয় বিয়েটা করেই ফেললেন।
তবে খোঁজ নিয়ে জানা যায়, নিজের বিয়ে নয়, একটি ফ্যাশন হাউসের ফটোশুটের জন্য দীঘিকে বউ সাজতে হয়েছিল। সেই আয়োজনে ধূসর, গোলাপিসহ বিভিন্ন রঙের লেহেঙ্গায় বউ সাজেন দীঘি।
এটিই এই নায়িকার ক্যারিয়ারে প্রথম ব্রাইডাল ফটোশুট, যার কারণে বেশ উচ্ছ্বসিত দীঘি। তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রথমবার ব্রাইডাল শুট করেছি। অনেক ভালো লেগেছে। ছোটবেলা থেকে দেখেছি নামী দামি তারকারা বিয়ের ফটোশুট করেন। এবার নিজেও সেই সুযোগ পেলাম। ভালো ব্রান্ড আর আয়োজন ভালো হলে মডেলিংয়েও নিয়মিত থাকব।’
জানা গেছে, দীঘি ছাড়াও একটি স্বনামধন্য ফ্যাশন হাউসের মডেল হয়েছেন অপু বিশ্বাস, রেবেকা রউফ, বারিশা হকসহ কয়েকজন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।