মান্দায় ছিনতাই-চাঁদাবাজির অভিযোগে আটক-১
প্রকাশিত : 04:30 PM, 5 April 2021 Monday

নওগাঁর মান্দায় ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৪ই এপ্রিল) সন্ধ্যায় উপজেলার প্রসাদপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী হলেন, উপজেলার মান্দা সদর ইউপির বাঁদলঘাটা গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে মেহেফুজুল আলম সুমন (৩২)।
থানা ও অভিযোগ সূত্রে জানাগেছে, মেহেফুজুল আলম সুমন দীর্ঘদিন থেকে এলাকার বিভিন্ন মানুষদেরকে জিম্মি করে টাকা আদায় করে আসছিলেন। কিছুদিন পূর্বে উপজেলার বিলকরিল্যা গ্রামের মনোরঞ্জন মাষ্টারকে জিম্মি করে ১০ লক্ষ্য টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন ছিনতাই, অনিয়ম ও জমিজবর দখলের অভিযোগ রয়েছে। পুলিশ জানান, কিছু যুবকদের কবজা করে দস্যু সংগঠন করে গড়ে তুলেন। এই দস্যু সংগঠনের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। যে কোন অপরাধমূলক কাজে এই দস্যু সংগঠন জড়িত বলে এলাকাবাসির অভিযোগ।এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে দস্যু সংগঠনের বাহিনীর কাছে সাধারণ মানুষজন হেনেস্তা হয়ে আসছিল। আটককৃত সুমনের বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ ছিল। গত কাল রবিবার আটকের পর ভুক্তভোগী মনোরঞ্জন মাষ্টার ও মতিউর রহমান দস্যু সংগঠনের হোতা সুমনের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।