ভারতে একদিনে মৃত্যুর সংখ্যা ১৭০০ ছাড়ালো
প্রকাশিত : 02:11 PM, 20 April 2021 Tuesday

ভারতে দৈনিক সংক্রমণ সামান্য হলেও কমল। টানা ১৩ দিন পর সংখ্যাটা কমে আড়াই লক্ষের বেশি হয়েছে। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, গোটা ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। সোমবারের তুলনায় সংখ্যাটা প্রায় ১৪ হাজার কম। সংক্রমণ একটু কমলেও দৈনিক মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গেল।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুয়ায়ী গত ২৪ ঘণ্টায় আড়াই লাখের বেশি নতুন সংক্রমণের জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৫৩ হাজার ২১ হাজার ৮৯। গত ২৪ ঘণ্টায় করোনার মৃত্যু হয়েছেন ১ হাজার ৭৬১ জন। এ নিয়ে ভারতে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা হল ১ লক্ষ ৮০ হাজার ৫৩০। ভারতের তিন রাজ্যে মৃত্যুর সংখ্যাটা খুবই উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৩৫১ জন। কর্নাটক এবং উত্তরপ্রদেশে সংখ্যাটা প্রায় ১৫০-র মত। দিল্লিতে রোজ মৃত্যুর সংখ্যা ২৪০
প্রতিদিন ২ লক্ষাধিক মানুষ আক্রান্ত হওয়ার জন্য ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষেরও বেশি। তাতে ভারতের মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০ লক্ষ পার করে গেল। দেশে এখন মোট সক্রিয় রোগী ২০ লক্ষ ৩১ হাজার ৯৭৭। সংখ্যাটা উদ্বেগজনকভাবে বাড়ায় টান পড়ছে হাসপাতালের বেডে। সরকারি, বেসরকারি হাসপাতালগুলিতে রোগী বেড়ে যাওয়ার কারণে বেড পাওয়া যাচ্ছে না। পরিকাঠামো নিয়েও চিন্তার কারণ রয়েছে। এমনকি অক্সিজেনের অভাবে করোনা আক্রান্তে মৃত্যুর খবর আসছে প্রায়শই। দৈনিক মৃত্যু বেড়ে যাওয়ায় করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন সব মহল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।