বাগেরহাটের শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংস সহ আটক ২
প্রকাশিত : 06:10 PM, 22 April 2021 Thursday

বাগেরহাটের শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংস ও মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের পিলের রাস্তায় আগে থেকে ওত পেতে থাকে। রাত ২টার দিকে ওই দুই শিকারি ১৫ কেজি হরিণের মাংস বস্তায় ভরে বিক্রির জন্য মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলো-শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আলমগীর হাওলাদারের পুত্র আলীরাজ হোসেন (২০) ও মো. ইসমাইল হাওলাদারের পুত্র রেজাউল হাওলাদার (২২)
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করে মাংস ও মোটরসাইকেল জব্দপূর্বক আসামিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
জব্দকৃত মাংস আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।