বগুড়া র্যাবের অভিযানে ০৩ গ্রাম হেরোইনসহ ০২ জন গ্রেফতার
প্রকাশিত : 03:55 PM, 10 April 2021 Saturday

অনলাইন ডেস্ক;;র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০৯ এপ্রিল ২০২১ ইং তারিখ ১৯.৫০ ঘটিকার সময় বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন কুপতলা মধ্যপাড়া তিনমাথা মোড়ে মৃত জলিল আকন্দের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে আসামী (১) মোঃ রতন মন্ডল (৩২) পিতা- মৃত সালেক মন্ডল, (২) মোঃ রনি রিয়াজ (২০) পিতা- মৃত ইউনুস আলী উভয় সাং- কুপতলা (মন্ডল পাড়া) থানা- সারিয়াকান্দি জেলা-বগুড়া’কে ০৩ (তিন) গ্রাম হেরোইন মোবাইল-০৩টি সীমকার্ড-০৪টি এবং ৪৩০০ (চার হাজার তিনশত) টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।