রাজশাহী, রবিবার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ তরুণ-তরুণীদের সৃজনশীল অনন্য উদ্ভাবনী চিন্তা-চেতনা স্মার্ট বাংলাদেশ গড়তে কার্যকরি অবদান রাখবে-বিদ্যুৎ প্রতিমন্ত্রী ◈ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় কেএমপি’র পুলিশ কমিশনার ◈ বাঘায় উপজেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ আয়োজনে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান পক্ষ উদযাপন ◈ খুলনার দিঘলিয়ায় দুর্নীতি বিরোধী দিবস- ২০২৩ ও বেগম রোকেয়া দিবস পালিত ◈ তাহেরপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত ◈ মান্দায় কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ◈ বাগমারায় সুজন পালশা জনকল্যাণ সমবায় সমিতির চেয়ারম্যানের সাথে ম্যানেজার আপনের প্রতারণার অভিযোগ ◈ বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলীর উপর হামলাকারী মশিউর গ্রেপ্তার ◈ গুজরাতি গরবা’র ইউনেস্কোর স্বীকৃতিতে রাজশাহীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ◈ বিউবো’র সাথে জেনারেল ইলেক্ট্রিকের চুক্তি স্বাক্ষরিত।

বগুড়া জেলা পুলিশের ত্রিশ সদস্য পুরস্কার পেলেন

প্রকাশিত : 03:54 PM, 13 April 2021 Tuesday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

অনলাইন ডেস্ক::বগুড়ায় পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ই এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। মার্চ মাসে পেশাগত কাজে সর্বোচ্চ অবদানের জন্য ৩০জনকে ক্রেস্ট ও অর্থ প্রদান করা হয়। সভায় জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন । এর আগে ফেব্রুয়ারি মাসে ২১ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছিল। পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন- চৌকস কার্য সম্পাদন ক্যাটাগরিতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান, আদমদিঘী থানার সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আঃ ওয়াদুদ, জেলা বিশেষ শাখার এসআই মাসুদ রানা, শেরপুর থানার এসআই রামজীবন ভৌমিক, সদর থানার এসআই জহুরুল ইসলাম, শেরপুর থানার এএসআই মিলন মিয়া এবং সদর থানার এএসআই ওবায়দুর রহমান পুরস্কৃত হয়েছেন। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সদর ট্রাফিকের সার্জেন্ট তরিকুল ইসলাম।গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী হিসেবে সারিয়াকান্দি থানার চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইঞ্চার্জ ইন্সপেক্টর দুরুল হুদা এবং জেলা গোয়েন্দার এসআই শওকত আলম। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ক্যাটাগরিতে সোনাতলা থানার এএসআই শফিকুল আলম পুরস্কৃত হয়েছেন। বিশেষ পুরস্কার ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন জেলা বিশেষ শাখার ডিআইও-১ ইন্সপেক্টর শাহজাহান আলী, জেলা গোয়েন্দার যথাক্রমে- ওসি আব্দুর রাজ্জাক, ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিন, এস আই জুলহাজ উদ্দীন, এস আই মজিবর রহমান, এস আই ওয়াদুদ আলী, এস আই সাইফুল ইসলাম, এএসআই মিন্টু মিয়া ও রানা হামিদ।এছাড়া ৯জনকে তুলে দেয়া হয় অর্থ পুরস্কার। তারা হলেন- সদর থানার এসআই জহুরুল ইসলাম, এএসআইদের মধ্যে যথাক্রমে- সদর থানার এনামুল হক, মাসুদ রানা ও ডন কংকন বর্মন, গাবতলী মডেল থানার কাজেম আলী, মোস্তাকিন, জাহাঙ্গীর আলম ও মিলন মিয়া এবং ধুনট থানার রতন কুমার বর্মন।এছাড়া সভায় পিআরএল এ রওনা অবসরপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন  


© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT