রাজশাহী, শনিবার ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধি বিকাশ খেলা ◈ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগমারার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ◈ নওগাঁর ছয়টি আসনে ৫৫ জন প্রার্থীর মনোনয়ন দাখিল  ◈ বাগমারার বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী আর নেই ◈ জনসমর্থন নিয়ে নির্বাচনের মাঠে শান্তির বাগমারার রুপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ◈ জাতির পিতার সমাধি সৌধে খুলনা-৪ আসনের এমপি প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর শ্রদ্ধা নিবেদন ◈ নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপিসহ মনোনয়নপত্র জমা দিলেন-৮ প্রার্থী ◈ রাজশাহী-৪ আসনে নৌকার মনোনীত আবুল কালাম আজাদ’দের মনোনয়ন দাখিল ◈ সিআইপি সোহেল রানা’র টিউবওয়েল উপহার পেয়ে আনন্দিত এলাকাবাসী ◈ রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়া জেলার ২০০তম জন্মদিবস ১৩ই এপ্রিল মঙ্গলবার

প্রকাশিত : 11:52 AM, 13 April 2021 Tuesday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

অনলাইন ডেস্ক:: আজ শুভ জন্মদিন বগুড়া জেলা। ১৩ই এপ্রিল মঙ্গলবার বগুড়া জেলার দুইশত তম জন্ম দিবস। ১৮২১ খ্রিস্টাব্দের ১৩ই এপ্রিল জেলা হিসেবে যাত্রা শুরু করে বগুড়া। বর্তমান বগুড়া শহরের উত্তর উপকণ্ঠে অবস্থিত ঐতিহাসিক মহাস্থানগড় পুরাকালে পুণ্ড্রনগর বা পৌণ্ড্রনগর বা পেণ্ড্রুনগর নামে খ্যাত ছিল। সে যুগে এটি ছিল পূর্বভারতীয় সমৃদ্ধতর রাজ্য পুণ্ড্রবর্ধন তথা বঙ্গদেশের রাজধানী। ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর হওয়ার পর বঙ্গদেশের সর্ব বৃহৎ জেলা রাজশাহী থেকে আদমদিঘী শেরপুর নওখিলা(বর্তমান সারিয়াকান্দি) ও বগুড়া থানা এবং রংপুর জেলা থেকে দেওয়ানগঞ্জ ও গোবিন্দগঞ্জ থানা এবং দিনাজপুর জেলা থেকে লালবাজার(বর্তমান পাঁচবিবি ও জয়পুরহাট) ক্ষেতলাল ও বদলগাছি থানা নিয়ে গঠিত হয় বগুড়া জেলা। পরবর্তীতে ইতিহাসের নানা পর্বে নানা পরিবর্তনের মাধ্যমে এই জেলা তার বর্তমান রূপ ধারণ করে। ১২৭৯ থেকে ১২৮২ খ্রিস্টাব্দ সময়ের মধ্যে দিল্লির সম্রাট গিয়াস উদ্দিন বলবনের দ্বিতীয় পুত্র নাসির উদ্দিন ওরফে বগড়া খাঁন তৎকালিন বাংলার শাসক ছিলেন।অনুমান করা হয় তখন তাঁর নামেই এই অঞ্চলের নাম নামকরণ হয় বগড়া পরবর্তীতে যা বগুড়া নামে রূপান্তরিত হয়।আধুনিক বগুড়া শহরের পশ্চিম প্রান্তে পুরানবগুড়া নাকক স্থানে একটি পুরনো কবর রয়েছে। স্থানীয়রা মনে করেন এটি বগড়া খাঁনের কবর।এই কবরকে কেন্দ্র ক’রে প্রতি বছর এখানে ওরসের আয়োজন হয়। ইতিহাসের নানা অনুষঙ্গে ও ঐতিহ্যে সমৃদ্ধ এই জেলা। বর্তমানে বগুড়ার দই তো সারাদেশে বিখ্যাত।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT