বগুড়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ চারজন গ্রেফতার
প্রকাশিত : 07:33 PM, 25 April 2021 Sunday

অনলাইন ডেস্ক::বগুড়ায় র্যাব-১২ ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার ২৫ এপ্রিল সকাল ০৮.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন লাহেড়ীপাড়া ইউনিয়নের বুগাইপুর গ্রামের পীরগাছা টু মাটিঢালী গামী রাস্তায় শোলাগাড়ী নামক স্থানে ব্রিজের উপর অভিযান পরিচালনা করে। আসামী ০১। মোঃ মনির হোসেন (৩২) পিতা-মৃত জাহাঙ্গীর আলম, সাং- আদিলপুর, থানা ও জেলা- লক্ষিপুর, ০২। মোঃ বাদল রহমান (২৭) পিতা- মৃত মোখলেছার রহমান সাং- বিপুল মাগুড়াপাড়া, ০৩। মোঃ ওবায়দুল (৩০) পিতা- মৃত হাবিবর রহমান সাং- বুজরু বালশিরা, ০৪। মোঃ সোহেল রানা (২১) পিতা- মোঃ দেলোয়ার হোসেন সাং- শিয়ালা সর্ব থানা- বিরামপুর ও জেলা-দিনাজপুর’দেরকে ৪১৭ বোতল ফেন্সিডিল, ০১ টি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-৯২১৯), ০৬টি মোবাইল, ০৯ টি সীমকার্ড এবং ২,৮০০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।