বগুড়ায় ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : 05:42 PM, 6 April 2021 Tuesday

অনলাইন ডেস্ক::বগুড়ায় ১৩৫ পিস ইয়াবাসহ একাধিক মামলার তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা(ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে ওমর আলী(৩৬), সদর উপজেলার চকঝপু জিগাতলা এলাকার আব্দুল হান্নানের ছেলে সুজন সরকার(২৬) এবং আশোকোলা উত্তর পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে শামিম ইসলাম(২৪)। সোমবারব বিকাল ৩টার দিকে সদর উপজেলার সাবগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে বগুড়া ডিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে ১৩৫ ইয়াবা ট্যাবলেটসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ ওমর আলীর বিরুদ্ধে বগুড়া সদর ও , গাবতলী মডেল থানায় মোট দুইটি মামলা, শামিম ইসলাম এর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা এবং মোঃ সুজন সরকার এর বিরুদ্ধে বগুড়া সদর থানা ও গাবতলী মডেল থানায় মোট দুইটিসহ সর্বমোট ৫টি পৃথক পৃথক মামলা রয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।