বগুড়ার শেরপুরে অবৈধভাবে মাটি কাটা বন্ধের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন এ্যাসিলেন্ট সাবরিনা শারমিন
প্রকাশিত : 10:49 PM, 30 March 2021 Tuesday

বগুড়া জেলার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ভাতারিয়ায় মাটি কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিন।মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এ সময় একটি স্কেভেটর জব্দ করে খামারকান্দি ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়।এছাড়া রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদবিহীন এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকের মালিককে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুসারে ১ টি মামলায় ১০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।