- প্রচ্ছদ
- জাতীয়
- পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে: মৃত্যু ২, আহত ১৮
পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে: মৃত্যু ২, আহত ১৮
পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ছয়তলা বিশিষ্ট হাজী মুসা ম্যানশন ভবনটির নিচতলায় ১০ থেকে ১২টি কেমিক্যাল গোডাউন কয়েকটি দোকান রয়েছে ছিল। আর দ্বিতীয় তলার থেকে ছয় তলায় আবাসিক হিসেবে ১৮-১৯টি পরিবারের বাস। তবে সেহরির সময় আগুন লাগায় বাসিন্দারা সবাই জেগে ছিলেন বলে হতাহতের পরিমাণ কম হয়েছে।এ দিকে প্রচণ্ড ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। এ সময় আশপাশের ভবনের বাসিন্দাদেরও সরিয়ে নেয়া হয়। বারান্দার গ্রিল কেটে ভবনের বাসিন্দাদের নামিয়ে আনা হয়। ভবনে আটকে পড়াদের উদ্ধারে ব্যবহার করা হয় ক্রেন। আগুন নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রতিটি ফ্লোরে তল্লাশি চালান। পরে শুক্রবার ভোট সাড়ে ৫টার দিকে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকায় আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সাজ্জাদ হোসাইন। তিনি আগুন নেভানো ও উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন।
শুক্রবার সকাল ৬টার দিকে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা ৩টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পাই। ৩টা ২৫ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। কেমিক্যাল গোডাউনে আমরা ফাইনাল ডাম্পিং গ্রাউন্ড করছি। এখান থেকে আমরা একজন পুরুষের লাশ উদ্ধার করেছি। এ ছাড়া ১৫ জনকে আহত অবস্থায় ভবন থেকে উদ্ধার করা হয়েছে। একজন দগ্ধ রয়েছেন। অন্যরা ছোটখাটো আঘাতপ্রাপ্ত। এ ছাড়া ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু’জন সামান্য আহত হয়েছেন।’
আগুনের কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘তদন্ত কমিটি হলে তার মাধ্যমে আগুন লাগার কারণ সম্পর্কে আমরা জানতে পারবো। প্রাথমিকভাবে এখানে পাউডার লিকুইডজাতীয় কেমিক্যাল দেখতে পেয়েছি। যেগুলোর মোড়কে কোনো লেভেল নেই। এ সব বিষয়ে তদন্ত কমিটি গঠন হলে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।’এর আগে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অবৈধভাবে পরিচালিত কেমিক্যালের গুদামে আগুন লেগে ১২৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টা এলাকায় ভয়াবহ আগুনে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।