নিউমার্কেট থেকে হেফাজতের নেতা মাওলানা সানাউল্লাহ গ্রেফতার
প্রকাশিত : 05:29 PM, 22 April 2021 Thursday

অনলাইন ডেস্ক:হেফাজতের ঢাকা মহানগর কমিটির কার্যনির্বাহী সদস্য সানাউল্লাহকে বুধবার রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মাওলানা সানাউল্লাহকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু।এনামুল হক মিঠু বলেন, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মাওলানা সানাউল্লাহকে এলিফ্যান্ট রোডের একটি মসজিদ থেকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক সময়ের হেফাজতের তাণ্ডবের বিরুদ্ধে করা পল্টন থানায় করা মামলায় এজাহারনামীয় আসামি তিনি।এর আগে বৃহস্পতিবার ভোরে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেফতার করেছ র্যাব। মানিকগঞ্জের সিংগাইর থেকে তাকে গ্রেফতার করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।