রাজশাহী, সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ এবারও খুলনা প্রেসক্লাবের সভাপতি হলেন নজরুল ইসলাম এবং সম্পাদক হলেন মামুন রেজা ◈ রাজশাহী মহানগর আ’লীগের শান্তি সমাবেশ ও মিছিল ◈ রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধি বিকাশ খেলা ◈ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগমারার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ◈ নওগাঁর ছয়টি আসনে ৫৫ জন প্রার্থীর মনোনয়ন দাখিল  ◈ বাগমারার বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী আর নেই ◈ জনসমর্থন নিয়ে নির্বাচনের মাঠে শান্তির বাগমারার রুপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ◈ জাতির পিতার সমাধি সৌধে খুলনা-৪ আসনের এমপি প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর শ্রদ্ধা নিবেদন ◈ নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপিসহ মনোনয়নপত্র জমা দিলেন-৮ প্রার্থী ◈ রাজশাহী-৪ আসনে নৌকার মনোনীত আবুল কালাম আজাদ’দের মনোনয়ন দাখিল

নিঃসন্তান বিহীন যারা ১৪ বছর একে অপরকে আঁকড়ে ধরে আজও বেঁচে আছে

প্রকাশিত : 03:14 AM, 27 April 2021 Tuesday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

অনলাইন ডেস্ক:যতবার আমি আমার সুন্দর বউটাকে দেখি আমি আবার তার প্রেমে পড়ে যাই। বিগত ১৪ বছর ধরে, প্রতিটা দিন আমি তার প্রেমে পড়েছি। আমি প্রতিদিন তাকে বলি, কতটা সুন্দর সে। আমি তার সবকিছুর প্রেমে পড়ি। তার কথা বলার ধরন, তার চাহনি, তার হাসি, তার চুল, তার নাক, তার শরীরের ঘ্রাণ,তার হাত…… সবকিছু!! তবে আমি তার পা পছন্দ করি সবচেয়ে বেশী। কিন্তু সে তার পা আমাকে দেখতে দেয় না, ধরতে দেয় না। সে ভাবে তার পা ততটা সুন্দর না যতটা না আমি মনে করি। আমি বোঝাতে পারি না কতটা পছন্দ করি আমি তাকে।আমি সারাদিন তার দিকে তাকিয়ে থাকি। কিন্তু সে কখনই আমার কথা বিশ্বাস করে না। সে সারা দিন রোদের নীচে কাজ করে আর বলতে থাকে সে আর আগের মত সুন্দর নেই। সে বলে, সে কালো হয়ে যাচ্ছে, সে কুৎসিত হয়ে যাচ্ছে।এই কথা গুলো শুনলে আমার খুব রাগ হয়। ইচ্ছে করে তাকে বোঝাতে, কতটা সুন্দর সে এবং আমি কতটা ভাগ্যবান তাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে, আমার সব চেয়ে ভালো বন্ধু হিসেবে পেয়ে, আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেয়ে।আমার বাবা মা আমার বন্ধুর মত ছিলো, কিন্তু তাদের হারাবার পর আমার স্ত্রী আমার সব হয়ে ওঠে। আমি কিছু লুকাই না আমার স্ত্রীর কাছ থেকে এবং আমি সব সময় তার মতামত নেই, যেন কোন কাজের সময়ে।আমার স্ত্রী আমার কাছে সব। সে আমার সাথে ১৪ বছর যাবত আছে। এই ১৪ বছরে আমার কোন বন্ধুর প্রয়োজন পড়েনি।একবার সে আমাকে ফেলে তার বাবার বাড়ি গিয়েছিলো দুই দিনের জন্য। ঐ দুই দিন আমি এতটাই একা ছিলাম যে শুধু কেঁদেছি। আমি কোন কাজ করতে পারিনি এমনকি আমার কোন কথা বলার মানুষও ছিলো না।সে যখন বাবার বাড়ি থেকে ফিরে আসলো, আমি তাকে দেখেই আমি কান্না শুরু করেছিলাম। আমি যখনই কাঁদি, যে আমাকে বলে, ‘তুমি একটা বোকা মানুষ। আমি আর কোনদিন কোথাও যাবো না আমার এই বোকা স্বামীটাকে রেখে।’আমি অনেক শক্ত একটা মানুষ। আমি কখনো কারো জন্য কাঁদি নাই। কিন্তু আমি যখনই একটু সমস্যায় পড়ি অথবা একটু অসুস্থ হয়ে যাই, আমি তার হাত ধরে ঝরঝর করে কেঁদে ফেলি, আর সে এটা নিয়ে মজা করে আমার সাথে। আমি শিশু হয়ে যাই তার সামনে।আমাদের কোন বাচ্চাকাচ্চা হয়নি এই ১৪ বছরে। আমরা উপরওয়ালার কাছে কোন অভিযোগ করিনা এটা নিয়ে। এবং আমরা সুখী।আমরা খোদার কাছে কৃতজ্ঞ যে সে আমাদের দুজন দুজনাকে দিয়েছে।আব্দুল সোবহান এবং রাশেদা বেগম।একটা সুন্দর গল্প পড়তে ইচ্ছা করতেছিলো। যাতে পবিত্রতা আছে, শুদ্ধতা আছে, সুস্থতা আছে, তৃপ্তি আছে।এমন কোন গল্প যা মানুষ জাতির উপর বিশ্বাস ফিরিয়ে আনে, ভালোবাসা এখনো বিরাজমান তা প্রমান করে।তাই নিঃসন্তান এই দম্পতির গল্পটা। একজন বোকা স্বামী আর তার সুন্দরী বউয়ের গল্প। যারা ১৪ বছর একে অপরকে আঁকড়ে ধরে আজও বেঁচে আছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT