কুমিল্লার তিতাস প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে গেইট সংলগ্ন হোমনা টু গৌরীপুর সড়কে বিভিন্ন গাড়ির ড্রাইভার ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ
প্রকাশিত : 04:40 PM, 22 April 2021 Thursday

মোঃসজিব হোসেন -তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার তিতাস প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে গেইট সংলগ্ন হোমনা টু গৌরীপুর সড়কে বিভিন্ন গাড়ির ড্রাইভার ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।২২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই মাস্ক বিতরণের কর্মসূচি পালন করা হয়।তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো.কবির হোসেনের সভাপতিত্বে পথচারীদের মাঝে মাস্ক বিতরণের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. সারওয়ার হোসেন বাবু,তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ,তিতাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.আসলাম।এসময় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো.কবির হোসেন বলেন,‘দেশে দ্বিতীয় দফায় প্রাণঘাতি করোনার সংক্রমণ বৃদ্ধির পর সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই আয়োজন।সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ এক হাজার পথচারী ও বিভিন্ন গাড়ির ড্রাইভারদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।’ মাস্ক বিতরণের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,তিতাস প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এ ডিউক ভূঁইয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক হালিম সৈকত,সাংগঠনিক সম্পাদক মো.সজিব আহমেদ সাদ্দাম,কোষাধ্যক্ষ জুয়েল রানা, সাংবাদিক রাসেল ও কাইমুল ইসলাম
প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।