টাইগারদের প্রস্তুতি ম্যাচ আজ শ্রীলঙ্কায়
প্রকাশিত : 11:38 AM, 17 April 2021 Saturday

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। সিরিজ শুরুর আগে একটি দুইদিনের প্রস্ততি ম্যাচ খেলবে টাইগাররা। ম্যাচের প্রতিপক্ষ বাইরের কেউ নয়। লাল এবং সবুজ দলে বিভক্ত হয়ে ব্যাটে বলে নিজেরাই পরস্পরকে পরখ করে নেবে মুমিনুল বাহিনী। আজ শনিবার (১৭ এপ্রিল) কায়তুয়ানকের চিলাউ মেরিয়ানস ক্রিকেট ক্লাব মাঠ স্থানীয় সময় সকাল দশটায় শুরু হবে ম্যাচটি।
লাল দলে খেলবেন: তামিম (ক্যাপ্টেন), সাইফ, শান্ত, মুশফিক, সোহান, মিরাজ, তাইজুল, তাসকিন, রাহি এবং খালেদ।
সবুজ দলে খেলবেন: সাদমান, লিটন, মুমিনুল (ক্যাপ্টেন), মিথুন, রাব্বি, শুভাগত হোম, নাঈম, শরিফুল, এবাদত, শহিদুল এবং মুগ্ধ।
পরে ২১ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।