চাঁপাইনবাবগঞ্জে দোকান খোলার রাখার দায়ে ৫ জনকে জরিমানা
প্রকাশিত : 07:39 PM, 6 April 2021 Tuesday

চাঁপাইনবাবগঞ্জে দোকান খোলার রাখার দায়ে ৫ জনকে জরিমানা করা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বড় ইন্দারা,পুরাতন বাজার,শিবতলা,নিউ মার্কেট,সেন্টু মার্কেট,ক্লাব সুপার মার্কেট ও বিশ্বরোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
মোট ২টি মোবাইল কোর্ট টিম বের হয়। দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার চন্দন কর,ও সহকারী কমিশনার আশরাফুল হক।
জুডিশিয়াল মুন্সিখানা দায়িত্বরত সহকারী কমিশনার আশরাফুল হক। তিনি জানান; আজ সদর উপজেলায় দুটো মোবাইল টিমের যৌথ অভিযানে ৫ দোকানীকে জরিমানা করা হয়। এ ছাড়াও যারা দোকান খুলেছিলো; নিত্য প্রয়োজনীয় দ্রবাদী ছাড়া তাদেরকে সাবধান করা হয়। এ রকম অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।