চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ জন
প্রকাশিত : 08:20 PM, 24 April 2021 Saturday

চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার ও শনিবার জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি অপারেশন দল।
আটককৃতরা হচ্ছে, জয়নগর মীরপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মাসুদ রানা রন্জু (৪০) পৌর এলাকা ফকির পাড়া গ্রামের মৃত সোনামিয়ার ছেলে আজম (৪০) শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে সেনাউল (৩৬) সাবেক লাভাঙ্গ গ্রামের মৃত আজহার মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৩২)।
এ দিকে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানা রন্জু ৬ গ্রাম হেরোইনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে গ্রেফতার হয়। সে দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।
আসামিদের মধ্যে আজম, রবিউল ইসলাম ও সেনাউল কে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, মাদক দমনে নিয়মিত টহলের অংশহিসেবে জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অপরাধে হাতেনাতে ৪ জনকে আটক করতে সক্ষম হয় । তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজের দোষ স্বীকার করেছেন।
জেলা ডিএনসি কার্যালয়ের অফিসার পরিদর্শক- ইন্সপেক্টর রায়হান আহমেদ খানের নেতৃত্বে আসাদুর রহমান, খোন্দকার সুজাত আলী, আল-আমিন, সোহেল রানা, হাবিবা খাতুনসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ৪ জনকে আটক করে।
এ ঘটনায় আসামি মাসুদ রানা রন্জু কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। আর বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক আনিছুর রহমান খান
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।