ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নিয়োগ সংক্রান্ত সব পরীক্ষা স্থগিত
প্রকাশিত : 12:51 PM, 31 March 2021 Wednesday

সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ২ এপ্রিল শুক্রবার অনুষ্ঠেয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নিয়োগ সংক্রান্ত সব পরীক্ষা স্থগিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) পরিচালক (প্রশাসন) আহমাদুল হক।
আহমাদুল হক জানান, বর্তমানে করোনা সংক্রমণের ঊধ্বগতির বিবেচনায় এই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষাটি আবার কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। যখনই পরীক্ষা হোক না কেন বর্তমান প্রবেশপত্রই বহাল থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। এর আগে, গত বছরের ১৬ জুন ১৮ ধরনের ১০৮টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনস্ত প্রতিষ্ঠান ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)। ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়ে প্রার্থীদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।