কেরানীগঞ্জে রাস্তার পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার
প্রকাশিত : 03:25 PM, 21 April 2021 Wednesday

সোলায়মান সুমন,কেরানীগঞ্জ,ঢাকা:
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের আমিরাবাগ বাস রোড়ের পার্শ্ব থেকে এক নবজাতকের বস্তা বন্দী লাশ উদ্ধার করছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) সকালে লোকজন রাস্তার পাশে মুষ্টি বাধা একটি বস্তা দেখে সন্দেহ হলে বস্তার ভিতর দুই/একদিন বয়সের একটি নবজাতক দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতকটি উদ্ধার করে নিয়ে যায়।এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম (পিপিএম) বলেন, আজ সকালে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর সামনে থেকে একটি নবজাতকের বস্তা বন্দী লাশ উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কে বা কারা পরিচয় গোপন করতে শিশুটিকে ফেলে গেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।