কুমিল্লার মনোহরগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ
প্রকাশিত : 11:08 AM, 27 April 2021 Tuesday

কুমিল্লার মনোহরগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ কর্মীরা। সোমবার বিপুলাসার ইউপির কাশিপুর গ্রামে ইউনিয়ন যুবলীগের প্রায় অর্ধশতাধিক কর্মী, শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধানকটায় অংশ নেন।
এ সময় যুবলীগ কর্মী নূরুল আলম হিরন, হারুনুর রশিদ, হেলাল, মানিক, সাফায়েত, সুমন, রোবেল, তাজু, কবির, হাসান, দেলোয়ার, দয়াল, লোকমান ও মামুনসহ প্রায় অর্ধ শতাধিক নেতা-কর্মী ওই ইউপির কাশিপুর গ্রামের কৃষক গোলাম মোস্তফা ও আনোয়ার হোসেনের ৫৪ শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন। যুবলীগ কর্মীদের এমন সহযোগিতায় কৃষকরা ভীষণ খুশি।
বিপুলাসার ইউনিয়ন যুবলীগ সভাপতি ইকবাল মাহমুদ জানান, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের নির্দেশনায় আমরা এ কার্যক্রম শুরু করেছি। করোনা পরিস্থিতিতে যুবলীগ কর্মীরা গরীব ও অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকার কথা জানান তিনি।
এ বিষয়ে কাশিপুর গ্রামের কৃষক গোলাম মোস্তফা ও আনোয়ার হোসেনের সাথে কথা হলে তারা জানান, লকডাউন ও করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে যখন মাঠের পাকা ধান কাটতে পারছিলেন না তখন যুবলীগ কর্মীদের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ার জন্য তাদের ধন্যবাদ জানান।
এ বিষয়ে কথা হলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল জানান, গত বছর করোনাকালীন সময়ে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশে উপজেলাব্যাপী শতশত যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছে। এবার লকডাউনে কৃষকরা আরও বেশি শ্রমিক সংকটে পড়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় এবারও মন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কৃষকের পাশে মাঠে রয়েছে নেতা- কর্মীরা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।