করোনায় আক্রান্ত রাজশাহীর সাংসদ ফজলে হোসেন বাদশা
প্রকাশিত : 08:53 PM, 14 April 2021 Wednesday

অনলাইন ডেস্ক : রাজশাহীর সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।রাজশাহীতে প্রথম তিনি দুই ডোজ করোনার টিকা নিয়েছিলেন।ফোনে সাংসদ ফজলে হোসেন বাদশা জানান, তিনি গত ৭ ফেব্রুয়ারির প্রথম ডোজ এবং ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর থেকেই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে তিব্র জ্বর শুরু হয়। এরপর মঙ্গলবার (১৩ এপ্রিল) তিনি স্ত্রীসহ নমুনা দেন। বুধবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তবে স্ত্রীর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।তিনি জানান, করোনা পজেটিভ হলেও অক্সিজেন লেবেল ৯৭ শতাংশ রয়েছে। বাড়ীতেই তিনি আছেন। চিকিৎসকদের সাথে আলোচনা করে আগামীকাল বৃহস্পতিবার তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে পারেন। অবস্থা খারাপ হলে ঢাকায় গিয়ে চিকিৎসা নেবেন বলেও জানান তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।