একদিনে করোনা শনাক্ত প্রায় ৭ হাজার
প্রকাশিত : 05:54 PM, 2 April 2021 Friday

করোনায় একদিনে ৫২ মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়ালো ৯ হাজার দিনদিন বাড়ছে করোনা সংক্রমণ। সেইসাথে লাফিয়ে বাড়ছে মৃতের হার। সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি হয়েছে ৫০ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণহানি ৯ হাজার ১৫৫ জনের।
দেশে আজকেও রেকর্ড সংক্রমণ হয়েছে। গত বছর ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর আজ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ৬ হাজারেরও বেশি মানুষ। গেলো ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জনের শরীরে।আজ শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে মোট ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এরপরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকা আংশিক থেকে পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়। সেইসাথে সারাদেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।