রাজশাহী, শনিবার ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধি বিকাশ খেলা ◈ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগমারার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ◈ নওগাঁর ছয়টি আসনে ৫৫ জন প্রার্থীর মনোনয়ন দাখিল  ◈ বাগমারার বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী আর নেই ◈ জনসমর্থন নিয়ে নির্বাচনের মাঠে শান্তির বাগমারার রুপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ◈ জাতির পিতার সমাধি সৌধে খুলনা-৪ আসনের এমপি প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর শ্রদ্ধা নিবেদন ◈ নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপিসহ মনোনয়নপত্র জমা দিলেন-৮ প্রার্থী ◈ রাজশাহী-৪ আসনে নৌকার মনোনীত আবুল কালাম আজাদ’দের মনোনয়ন দাখিল ◈ সিআইপি সোহেল রানা’র টিউবওয়েল উপহার পেয়ে আনন্দিত এলাকাবাসী ◈ রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একদিনের ক্রিকেটে পাকিস্তানকে টি-টোয়েন্টিতে জেতালেন বাবর আজম

প্রকাশিত : 04:30 AM, 15 April 2021 Thursday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

একদিনের ক্রিকেটে বিরাট কোহলীকে সিংহাসনচ্যুত করার দিন টি-টোয়েন্টিতে প্রথম শতরান হাঁকিয়ে পাকিস্তানকে জেতালেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শতরান করে দলকে ৯ উইকেটে জেতালেন পাক অধিনায়ক। তাঁর মারকুটে মেজাজে ১২২ রানের উপর ভর করে এই ম্যাচ জেতার পর চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

বুধবার সেঞ্চুরিয়ানে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হেনরিক ক্লাসেন। মূলত এইডেন মার্করামের ৬৩ ও জেনিম্যান মালানের ৫৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। তবে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের জুটির উপর ভর করে শুরু থেকেই বাইশ গজে ঝড় তোলে পাক দল। দুজন প্রথম উইকেটে তোলেন ১৯৭ রান। এরপর টি-টোয়েন্টিতে প্রথম শতরান করে বাবর যখন ৫৯ বলে ১২২ রানে থামলেন, তখন পাকিস্তানের জয় নিশ্চিত। তাঁর এই বিস্ফোরক ইনিংস ১৫টি চার ও ৪টি ছয় দিয়ে সাজানো ছিল। উইকেটরক্ষক রিজওয়ান ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। ফলে ১৮ ওভারে ১ উইকেটে ২০৫ রান তুলে জিতে যায় পাকিস্তান। এর আগে একদিনের সিরিজেও ২-১ ব্যবধানে জিতেছিল বাবর আজমের দল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT