রাজশাহী, সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ এবারও খুলনা প্রেসক্লাবের সভাপতি হলেন নজরুল ইসলাম এবং সম্পাদক হলেন মামুন রেজা ◈ রাজশাহী মহানগর আ’লীগের শান্তি সমাবেশ ও মিছিল ◈ রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধি বিকাশ খেলা ◈ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগমারার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ◈ নওগাঁর ছয়টি আসনে ৫৫ জন প্রার্থীর মনোনয়ন দাখিল  ◈ বাগমারার বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী আর নেই ◈ জনসমর্থন নিয়ে নির্বাচনের মাঠে শান্তির বাগমারার রুপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ◈ জাতির পিতার সমাধি সৌধে খুলনা-৪ আসনের এমপি প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর শ্রদ্ধা নিবেদন ◈ নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপিসহ মনোনয়নপত্র জমা দিলেন-৮ প্রার্থী ◈ রাজশাহী-৪ আসনে নৌকার মনোনীত আবুল কালাম আজাদ’দের মনোনয়ন দাখিল

একতা সার্ভে সমিতির আত্মপ্রকাশ

প্রকাশিত : 09:05 PM, 12 April 2021 Monday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

একতা সার্ভে সমিতির কাউন্সিল-২০২১ অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বিভিন্ন জোন থেকে আগত কাউন্সিলরদের উপস্থিতিতে কণ্ঠভোটে সভাপতি হিসেবে মো. আলেক উদ্দীন দেওয়ান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আবু সালেক নির্বাচিত হন। চাঁপাইনবাবগঞ্জে হরিপুর বোর্ডঘর এলাকায় অবস্থিত একতা সার্ভে সমিতির কার্যালয়ে সোমবার বিকাল ৫ টার দিকে এ কাউন্সিল শুরু হয়।
কাউন্সিলে সভাপতিত্ব করেন মো. আজহার আলি, সভা পরিচালনা করেন আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ । নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সুশীল সমাজের আলহাজ্ব মোঃ একরামুল হক সাবেক কাউন্সিলর মো. আকবর আলি ও মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আখতারুজ্জামান।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় সার্ভেয়ারগণ নিজ নিজ দায়িত্বে ভূমি জরিপের কাজ করে আসছে। সরকারি রেকর্ডিও মৌজা ম্যাপ অনুযায়ী সার্ভেয়ারগণ প্রতিনিয়ত নকশা ও দাগের আইল সীমানা সঠিক রাখার কাজে নিয়োজিত থাকে।

সভাপতি তার বক্তব্যে বলেন, প্রায় ২৩ বছর ধরে আমরা জমির মালিকদের সঠিকভাবে সেবা প্রদান করে আসছি। কিন্তু বর্তমান সময়ে অল্প আয়ে আমাদের পরিবার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। কারণ আমরা বেসরকারি সার্ভেয়ারগণ সকল প্রকার সরকারি অনুদান থেকে বঞ্চিত। বিশেষ করে বর্ষাকালীন সময়ে আমাদের সার্ভেয়ারের হাতে কোন প্রকার কাজ না থাকার কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যার ফলে আমাদের সকল সার্ভেয়ারগণের সংসার চলে খুব লাজুক ও করুণ অবস্থায়।
বিভিন্ন জায়গায় জমির মালিকের সমস্যার কথা তুলে ধরে তিনি আরও বলেন, জমির মালিকগণ বর্তমান সরকারি নকশার প্রিন্টে যে ভুল ক্রটি আছে তার জন্য আইল সীমানা সঠিকভাবে নির্ধারণ করা কঠিন হয়ে যাচ্ছে। নকশার ম্যাপে ভুল থাকার কারণে জমির মালিকগণ প্রতিনিয়ত জমির আইল সীমানা সঠিকভাবে নির্ধারণ করতে সমস্যার সম্মুখীন হচ্ছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের দূরদর্শী উদ্যোগের ফসল হিসাবে ভূমি মন্ত্রণালয় মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে। ডিজিটাল মৌজা ম্যাপ তৈরি করতে সরকারকে সার্বিক সহোযোগিতা করবে একতা সার্ভে সমিতি।

এ.এন.এম শরিফুল ইসলাম সহসভাপতি, আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক, মাহাবুব আলম রুবেল কোষাধ্যক্ষ, আব্দুল রাকিব সাংগঠনিক সম্পাদক, মোস্তফা কামাল ও আব্দুল্লাহ আইন বিষয়ক সম্পাদক, আব্দুল সাত্তার সোহেল প্রচার সম্পাদক, নাইমুল হক,মুনসুর আলি, শহীদুল্লাহ আনসারী জারজীস আলি নির্বাহী সদস্য। উপদেষ্টা মন্ডলীর সদস্য আজহার আলি, সাজ্জাদ আলি, হাসান আলী ও সাইদুর রহমান নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সংগঠনের বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরেন।

তারা বলেন, অনলাইন, ভূমি রেকর্ড ও ডিজিটাল ম্যাপ প্রস্তুতিতে সরকারের সহোযোগিতা পেলে অগ্রণী ভূমিকা পালন করবে এই দফতরের সার্ভেয়াররা।

এ দফতরের সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো দ্বিতীয় শ্রেণির পদমর্যাদাসহ ভূমি মন্ত্রণালয় প্রস্তাবিত জোনাল সেটেলমেন্ট নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের সুদৃষ্টি কামনা করেন নবনির্বাচিত নেতারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT