আবুল হায়াত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে
প্রকাশিত : 06:36 AM, 2 April 2021 Friday

দেশের বর্ষিয়ান অভিনেতা আবুল হায়াত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার আবুল হায়াতের মেয়ে মেয়ে নাতাশা হায়াত বিষয়টি করেছেন।
তিনি বলেছেন ‘গতকাল ৩১ মার্চ রাত থেকে আমার বাবা হাসপাতালে আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন।
নাতাশা ফেসবুক পোস্টে লিখেছেন বাবার জন্য ‘এ’ পজিটিভ গ্রুপের প্লাজমা প্রয়োজন।’ তিন সপ্তাহ আগে করোনা থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।
তিনি জানান, এ মুহূর্তে তার পরিবারের সবাই দুশ্চিন্তার মধ্যে আছেন। তাই কোনো কারণে তাকে বা পরিবারের সদস্যদের ফোন অথবা ম্যাসেঞ্জারে কোনো তথ্যের জন্য যোগাযোগ না করারও অনুরোধ জানান তিনি
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।