২০২১ সালের প্রথম গোলাপী চাঁদ
প্রকাশিত : 07:51 AM, 27 April 2021 Tuesday

২০২১ সালের প্রথম সুপারমুন দেখা যাচ্ছে আজ সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে। এর নাম দেওয়া হয়েছে ‘পিংক মুন’ বা ‘গোলাপী চাঁদ’। এ বছর দুইটি সুপারমুন দেখা যাবে। পরেরটি দেখা যাবে সামনের মাসে। সোমবার এখবর দিয়েছে মাসালা ডট কম। পরবর্তী সুপারমুনের নাম দ্য ফ্লাওয়ার মুন। কারণ এটি ফুল ফোটার প্রত্যাশার সময়ে উপস্থিত হবে আগামী ২৬ মে তারিখে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ চাঁদের চেয়ে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি আলোকিত হবে এ বছরের দুইটি সুপারমুনই। “গোলাপী চাঁদ” হিসাবে উল্লেখ করা হলেও এটি আসলে গোলাপী হবে না। চাঁদ উদয়ের কিছু সময় পর পর্যন্ত এটিকে কিছুটা গোলাপী মনে হবে। এটি বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেনের কণার কারণে হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।