রাজশাহী, রবিবার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ তরুণ-তরুণীদের সৃজনশীল অনন্য উদ্ভাবনী চিন্তা-চেতনা স্মার্ট বাংলাদেশ গড়তে কার্যকরি অবদান রাখবে-বিদ্যুৎ প্রতিমন্ত্রী ◈ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় কেএমপি’র পুলিশ কমিশনার ◈ বাঘায় উপজেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ আয়োজনে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান পক্ষ উদযাপন ◈ খুলনার দিঘলিয়ায় দুর্নীতি বিরোধী দিবস- ২০২৩ ও বেগম রোকেয়া দিবস পালিত ◈ তাহেরপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত ◈ মান্দায় কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ◈ বাগমারায় সুজন পালশা জনকল্যাণ সমবায় সমিতির চেয়ারম্যানের সাথে ম্যানেজার আপনের প্রতারণার অভিযোগ ◈ বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলীর উপর হামলাকারী মশিউর গ্রেপ্তার ◈ গুজরাতি গরবা’র ইউনেস্কোর স্বীকৃতিতে রাজশাহীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ◈ বিউবো’র সাথে জেনারেল ইলেক্ট্রিকের চুক্তি স্বাক্ষরিত।

হতাশ শাহরুখ, ক্ষমা চাইলেন ভক্তদের কাছে

কেকেআর মালিক শাহরুখ খানও বরাবরই এই একটা ম্য়াচ মনেপ্রাণে জিততে চেয়েছেন। শোনা যায়, একবার তিনি মরিয়া হয়ে দলের ক্রিকেটারদের কাছে রীতিমতো কাকুতি করেছিলেন, এই শহর (পড়ুন মুম্বই) আমাকে বাদশা বলে ডাকে, এই একটা ম্যাচ তোমরা জেতো।

প্রকাশিত : 04:45 AM, 14 April 2021 Wednesday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

ম্য়াচটা তাঁর কাছে প্রেস্টিজ ফাইট। সম্মানের যুদ্ধ।

আর বারবার সেই ম্যাচেই কি না তিনি পরাস্ত হবেন। এমনকী, ৩০ বলে ৩১ রান বাকি, হাতে ৬ উইকেট, এরকম জায়গা থেকেও ম্যাচ হেরে বসবে তাঁর যোদ্ধারা! মেনে নিতে পারছেন না শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের মালিক হতাশ, ক্ষুব্ধ। দলের পারফরম্যান্সের জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিলেন কিং খান।

মঙ্গলবার নাইটদের ম্যাচ শেষ হওয়ামাত্র ট্যুইট করেন শাহরুখ। লেখেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। যত কম বলা যায় ততই ভাল। সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।’

কেকেআর বনাম মুম্বই দ্বৈরথ আইপিএলের অন্যতম বড় আকর্ষণ। কেকেআর মালিক শাহরুখ খানও বরাবরই এই একটা ম্য়াচ মনেপ্রাণে জিততে চেয়েছেন। শোনা যায়, একবার তিনি মরিয়া হয়ে দলের ক্রিকেটারদের কাছে রীতিমতো কাকুতি করেছিলেন, এই শহর (পড়ুন মুম্বই) আমাকে বাদশা বলে ডাকে, এই একটা ম্যাচ তোমরা জেতো। যদিও মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের হতশ্রী রেকর্ড। মঙ্গলবার সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ ছিল। কিন্তু জেতা ম্যাচ হেরে বসল কেকেআর। আইপিএলে মোট ২৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। তাতে মঙ্গলবারেরটা ধরে মুম্বই মোট ২২ বার জিতেছে। কেকেআর ভক্তদের কাছে আরও আতঙ্কের তথ্য হচ্ছে, শেষ ১১ বারের সাক্ষাতে ১০ বার হেরেছে নাইটরা।

যদিও ম্যাচের শেষে শাহরুখের মতো হতাশায় ডুবে যেতে রাজি নন বল হাতে পাঁচ উইকেট নেওয়া আন্দ্রে রাসেল। ম্যাচ তখন সবে শেষ হয়েছে। কেকেআরের ক্যারিবিয়ান তারকাকে জুম কলে এবিপি লাইভের থেকে জানানো হল শাহরুখের ট্যুইটের ব্য়াপারে। রাসেল বললেন, ‘হার হতাশাজনকই। তবে আমি বলব আমরা একটা পর্বে খারাপ খেলে হেরেছি। গোটা ম্যাচে নয়। অনেক ইতিবাচক দিকও রয়েছে। বেশ কিছু মনে রাখার মতো মুহূর্ত ছিল। আমরা দ্রুত এই ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াব।’

নাইট সমর্থকেরাও আপাতত দলের ঘুরে দাঁড়ানোর প্রার্থনাই করছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT