শুভ জন্মদিন আমার একমাত্র কন্যা আরিয়া ইসলাম আফিয়া
প্রকাশিত : 04:10 PM, 11 April 2021 Sunday

প্রথম বাবা হবার অনুভূতি প্রকাশ করার মত ভাষা নেই। কলিজার টুকরো মেয়ে আরিয়াকে দেখার পরে অসীম এক আনন্দে বুক ভরে গিয়েছিল , ও আমার সন্তান , আমি ওর বাবা । আমারই রক্ত বইছে ওর শরীরে – এমনি অনেক কথা মনে এসেছিল।ওর অস্তিত্ব যখন প্রথম অনুভুত হয়েছিল , জন্মপুর্ব ওর আবাস স্থলে হাত দিয়ে , কান পেতে শুনতে চেয়েছি কি বলে সে । হাত পা ছোড়াছুড়ি দেখেছি ফুলে ওঠা আবাসস্থলে । হেসেছি অনেক তা দেখে । আসছে সে আসছে , গর্বিত হয়ে ভেবেছি ।সমগ্র পৃথিবী যখন মহামারী করোনা ভাইরাসে আতঙ্কিত, পৃথিবীতে যখন মৃত্যুর মিছিল নেমে এসেছে বাংলাদেশ সহ চাঁদপুরেও তখন কঠোর লকডাউন। ১১ এপ্রিল ২০২০ ইং শনিবার রাত ৮ টায় সময় প্রবল ঝড় তুফান বইতে ছিলো চাঁদপুরের আকাশে বাতাসে। ঐ মুহূর্তে আমার স্ত্রী ফ্যামিলি কেয়ার হাসপাতালে ওটিতে, লকডাউনের কারনে যানবাহন বন্ধ থাকায় তেমন কেউ আসতে পারে না হাসপাতালে। আমি আমার, মা, নাইম, পারভেজ বাহিরে চটপট করতেছি।হাসপাতালের পরিচিত মালিক পক্ষের মনির ভাই ছুটে রাত ৮ঃ২৫ মিনিটে এসে জানান দিল , ভাই মেয়ের বাবা হয়েছেন আপনি । শুনেই বিশাল মুখের হাসি আমার । কখন দেখবো আমার মেয়েকে , অস্থির হয়ে যাই । প্রতিটি সেকেন্ড মনে হচ্ছে এক এক দিনের সমান । কিছুক্ষন পরেই তোয়ালে জড়ানো লালছে উজ্জ্বল মুখের এত্তটুকুন মেয়েকে দেখি আমার । আহা সেকি আনন্দ , সুখ , তৃপ্তি ।আজ আমার একমাত্র মেয়ে আরিয়া ইসলাম আফিয়ার ১ম জন্মদিন । শুভ জন্মদিন আমার কলিজার টুকরো মেয়ে আরিয়া ইসলাম আফিয়া। বেঁচে থাকো মা তুমি জীবনের সকল কঠিক পরীক্ষায় উর্ত্তীন হয়ে যুগ যুগ ধরে। মহান আল্লাহ পাকের নিকট প্রার্থনা আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে, ভালো রাখে, দীর্ঘ নেক আয়ু দান করে। আমিন।।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।