শিবগঞ্জে বীর মুক্তযোদ্ধা নুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
প্রকাশিত : 06:24 PM, 8 April 2021 Thursday

অনলাইন ডেস্ক:চাঁপইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।আজ ৭ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন, উপজেলার মুক্তিযোদ্ধাগণসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।তাঁর মৃত্যুতে শিবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।