শবে বরাত: আল্লাহ’র অশেষ রহমত প্রাপ্তির মহিমান্বিত রজনী
প্রকাশিত : 09:18 PM, 29 March 2021 Monday

ডেস্ক রিপোর্ট:আজ সোমবার (২৯ মার্চ) রাতে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা পালন করবেন পবিত্র শবে বরাত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র এই দিনটির কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় রাতভর ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।মুসলমানরা হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখের রাতটিকে সৌভাগ্যের রজনী হিসেবে বিশ্বাস করে নানাবিধ ইবাদত করে থাকেন সারারাত। মর্যাদাপূর্ণ এই রাতে মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দুয়ার খুলে দেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।