রাজশাহী, রবিবার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ তরুণ-তরুণীদের সৃজনশীল অনন্য উদ্ভাবনী চিন্তা-চেতনা স্মার্ট বাংলাদেশ গড়তে কার্যকরি অবদান রাখবে-বিদ্যুৎ প্রতিমন্ত্রী ◈ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় কেএমপি’র পুলিশ কমিশনার ◈ বাঘায় উপজেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ আয়োজনে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান পক্ষ উদযাপন ◈ খুলনার দিঘলিয়ায় দুর্নীতি বিরোধী দিবস- ২০২৩ ও বেগম রোকেয়া দিবস পালিত ◈ তাহেরপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত ◈ মান্দায় কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ◈ বাগমারায় সুজন পালশা জনকল্যাণ সমবায় সমিতির চেয়ারম্যানের সাথে ম্যানেজার আপনের প্রতারণার অভিযোগ ◈ বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলীর উপর হামলাকারী মশিউর গ্রেপ্তার ◈ গুজরাতি গরবা’র ইউনেস্কোর স্বীকৃতিতে রাজশাহীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ◈ বিউবো’র সাথে জেনারেল ইলেক্ট্রিকের চুক্তি স্বাক্ষরিত।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় তিনজনের মৃত্যু

প্রকাশিত : 09:03 PM, 6 April 2021 Tuesday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

অনলাইন ডেস্ক::রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্দেহভাজন একজনসহ করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এর মধ্যে দুইজন আইসিইউতে এবং একজন করোনা ওয়ার্ডে মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।তিনি বলেন, করোনা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৭ জন রোগি। এর ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন আটজন। বাকি ৪৩ জনকে লক্ষণ থাকায় পর্যবেক্ষনে রাখা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় নতুন করে করোনা রোগি শনাক্ত হয়েছে ৬৩ জন।এদিকে, রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘন্টায় ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে জানিয়েছেন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান।তিনি বলেন, গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় ৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জ আটজন, নওগাঁ একজন, নাটোর একজন, জয়পুরহাট চারজন, বগুড়া ৮৮ জন, সিরাজগঞ্জ ১৫ জন ও পাবনায় তিনজন। এছাড়াও গত ২৪ ঘন্টায় নওগাঁ ও বগুড়ায় একজন করে দুইজন মারা গেছেন।ডা. হাবিবুল জানান, গত ২৪ ঘন্টায় বিভাগের আট জেলায় টিকা নিয়েছে ৬ হাজার ৯৫ জন মানুষ। যার মধ্যে ৩ হাজার ৩৩৮ জন পুরুষ ও ২ হাজার ৭৫৭ জন নারী।তিনি জানান, রাজশাহী জেলায় গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার ২০ জন টিকা নিয়েছে। এর মধ্যে পুরুষ ৫৪৩ ও নারী ৪৭৭ জন। আর চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৯৬৮ জন, পুরুষ ৯৮৮ ও নারী ৯৮০ জন। নাটোরে ২৫৬ জন পুরুষ ১৩৭ জন নারী ১১৯ জন, নওগাঁয় ৫০১ জন পুরুষ ২৭১ জন নারী ২৩০ জন।এছাড়াও পাবনায় ৪১০ এর মধ্যে পুরুষ ১৯৪ নারী ২১৬ জন, সিরাজগঞ্জে ৪৫৩ জন পুরুষ ২৮৬ জন নারী ১৬৭ জন, বগুড়ায় ৮২০ জন পুরুষ ৫২৭ জন নারী ২৯৩ জন, জয়পুরহাটে ৪২৪ জন পুরুষ ২৫১ জন নারী ১৭৩ জন। সিটি কপোরেশন এলাকায় ২৪৩ জন তার মধ্যে পুরুষ ১৪১ জন নারী ১০২ জন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন  


© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT