রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৬৬ করোনা রোগী শনাক্ত
প্রকাশিত : 12:59 PM, 3 April 2021 Saturday

অনলাইন ডেস্ক::রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। শনিবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার বিভাগের রাজশাহীতে ২০ জন, বগুড়ায় ১৯ জন, সিরাজগঞ্জে ২৫ জন এবং পাবনায় দুইডজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১৩ জন করোনা রোগী সুস্থও হয়েছেন।এদের মধ্যে ১৮ জনের বাড়ি রাজশাহী। বাকি পাঁচজন বগুড়ার বাসিন্দা। শুক্রবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪১৩ জনের মৃত্যু হয়েছে।বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৭২ জন। এদের মধ্যে ২৪ হাজার ৮১৮ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১২০ জন কোভিড-১৯ রোগী।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।