রাজশাহী বিভাগে করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ১৫৬
প্রকাশিত : 10:39 PM, 19 April 2021 Monday

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগের বগুড়ায় তাঁদের মৃত্যু হয়। এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন ১৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
আজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৪০ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৭৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন রাজশাহীতে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ৩২ জন, নাটোরে ১৫ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২০জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগের ১৪১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ১৬ জন। এদের মধ্যে ২৫ হাজার ৮৬৫ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪০৩ জন কোভিড-১৯ রোগী।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।