রাজশাহী বিভাগে করোনায় আরও পাঁচজনের মৃত্যু
প্রকাশিত : 09:55 PM, 27 April 2021 Tuesday

অনলাইন ডেস্ক:রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে বগুড়ায় তিনজন ও চাঁপাইনবাবগঞ্জে দুইজন মারা গেছেন।মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৭১ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৯০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন রাজশাহীতে।এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৭ জন, নওগাঁয় ৩৩ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগে নতুন ১৩৬ জন রোগী শনাক্ত হয়েছেন।এ দিন বিভাগের ১৯৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৩৩০ জন। এদের মধ্যে ২৭ হাজার ২৫৪ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৬১ জন কোভিড-১৯ রোগী।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।