রাজশাহী চারঘাটে মদপানে ১ জনের মৃত্যু
প্রকাশিত : 03:31 PM, 8 April 2021 Thursday

রাজশাহী জেলার চারঘাটে চোলাই মদ পান করে মাহাবুর রহমান (৪৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই নিজ বাড়ি থেকে পুলিশ লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করেছে। বুধবার রাত্রি ১১’০০ টার দিকে উপজেলার শ্রীখন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শ্রীখন্ড গ্রামের মৃত মুনছুর রহমানের ছেলে ভ্যান চালক মাহাবুব রহমান পরিবার পরিজন নিয়ে হলিদাগাছি আবাসন প্রকল্প ২ এ বসবাস করতেন। বুধবার রাতে বাইরে থেকে চোলাই মদ পান করে বাড়ীতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন
এ সময় পরিবারের সদস্যরা তাকে রাত ১১’০০ টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এতে ধারনা করা হচ্ছে অতিরিক্ত মদপনেই তার মৃত্যু হয়ে থাকতে পারে এবং তার শ্বাসকষ্ট ছিল বলে তিনি জানান।
এ বিষয়ে চারঘাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাঁশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।