রাজশাহী কাশিডাঙ্গা থানার ওসি ক্লোজড
প্রকাশিত : 11:55 AM, 8 April 2021 Thursday

রাজশাহী মহানগরীর কাশিডাঙ্গা থানার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজকে ক্লোজড করার নির্দেশ দিয়েছেন আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বুধবার দিবাগত রাত ১২’৩০ টার দিকে এ নির্দেশনা দেন তিনি। লকডাউনে গভীর রাতে যাত্রীভর্তি বাস যেতে সহযোগিতা করায় তাকে ষ্ট্যান্ট রিলিজ করা হয়। পরে সেই বাস ও ট্রাকটি বেলপুকুর থানা পুলিশ আটকায়।
এ ব্যাপারে ইনস্পেক্টর (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, যাত্রীবাহী একটি বাস ও ট্রাক যাচ্ছিল। আমরা সেটিকে আটকাতে ব্যর্থ হয়েছি কাজেই আমাকে ক্লোজড করার নির্দেশ দিয়েছেন কমিশনার স্যার।
এ বিষয়ে কাশিয়াডাঙ্গা জোনের ডিসি মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
জানা গেছে, গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস ও ট্রাকটিতে বেশকিছু যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল৷ যদিও লকডাউন এর কারণে সরকার গণপরিবহনের বন্ধের নির্দেশ দিয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।