রাজশাহীর পুঠিয়ায় এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
প্রকাশিত : 10:12 PM, 14 April 2021 Wednesday

কাজী এনায়েত, রাজশাহী
রাজশাহী জেলার পুঠিয়ায় এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ এপ্রিল) বেলা ১১’৩০ টার দিকে উপজেলার বড় সেনভাগ এলাকায় একটি বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত ওই স্কুলছাত্রের নাম আপন ইসলাম (১১)। সে উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের মৃত-মইদুল ইসলামের ছেলে। তবে আপন জিউপাড়া ইউনিয়নের বড় সেনভাগ নামক গ্রামে তার ফুপুর বাসায় থাকতো। সেখান থেকেই বড় সেনভাগ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতো। স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১’৩০ টার দিকে খবর পেয়ে আপনের ফুপুর বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, বেলা ১১’৩০ টার দিকে আপনের ফুপুর বাড়ির পাশে একটি আম বাগানে তার লাঁশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন সেখান থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ আরো জানায়, আম বাগানে গলায় দড়ি লাগানো অবস্থায় মরদেহ পড়ে ছিল। তবে শরীরের কোথাও আঘাতের চিহৃ নাই।
এ বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, খবর পেয়ে তিনি ও অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারন এখনো জানা যায় নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ায় পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।