রাজশাহীর তানোরে যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত : 09:29 PM, 2 April 2021 Friday

রাজশাহীর তানোর উপজেলা চেয়ারম্যান এর বাসভবনে যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৮ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
শুক্রবার ২ এপ্রিল উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা চেয়ারম্যানের সরকারী বাসভবন চত্ত্বরে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান – লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জুবায়ের ইসলাম।সাইফুল আলম ওরফে মুজিবুর রহমান, আহম্মেদ সিজার, তানোর উপজেলা সৈনিক লীগের সাধারন সম্পাদক বদিউজ্জামান নয়ন, লাল মোহাম্মদ,মাইনুল ইসলাম ও তানভির রেজা প্রমুখ। এবিষয়ে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেনঃ আগামী ৮ এপ্রিল তানোর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল সফল করতে যুবলীগের সহযোগীতা চাইলে আমরা সহযোগীতা করতে প্রস্তুত আছি। এসময় তিনি করোনা প্রতিরোধে প্রচারণা, মাস্ক ও হ্যান্ড স্যানেটিনাইজার ইত্যাদি বিতরণ করার জন্য যুবলীগের প্রতিটি নেতার প্রতি আহবান জানান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।