রাজশাহীর গোদাগাড়ীর বাজারগুলাতে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি
প্রকাশিত : 04:33 PM, 17 April 2021 Saturday

রাজশাহীর গোদাগাড়ীতে হাট বাজারে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। লকডাউনে উপজেলায় কাচা শাক সবজি ও মুদি খানার দোকান নিদিষ্ঠ সময়ের জন্য খোলা রেখে সব ধরনের দোকান বন্ধ রয়েছে। তবে গোদাগাড়ী পৌর এলাকায় রেল বাজার প্রতিদিন খোলা থাকায় হাজার ক্রেতা ভীড় জমাচ্ছে।
উপজেলার ভগমন্তপুর, সুইজগেটে, কামারপাড়া, রাজাবাড়ী, বিদিরপুর ও কাকনহাটে মহিশালবাড়ী সপ্তাহে দুইদিন হাট বসে। এসব হাটে শাক সবজিসহ বিভিন্ন ধরনের পণ্য বেচা বিক্রি হয়। শনিবার গোদাগাড়ী ভগমন্তপুর হাটে গিয়ে দেখা যায় হাজার হাজার মানুষের ভীড়ে দাড়ানোর জায়গা নাই। ক্রেতারা ঠাসাঠাসি করে জিনিসপত্র ক্রয় করছে। এতে করে সামাজিক দুরত্ব মানা হচ্ছে না। দুই-একজন ছাড়া অধিংশই মানুষের মুখে মাস্ক নেই।
ক্রেতারা জানান, গত বছর লকডাউনে নদীর পাড়ে সামাজিক দুরত্ব বজায় রেখে শুধু মাত্র কাচা বাজার বসনো হয়েছিল।
হাটের ইজাদাররা জানান, এবার প্রশাসনের পক্ষ থেকে কোন নির্দেশনা পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলম বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে শুধু মাত্র কাচা মলামাল বিক্রি করতে পারবে। সরকারি নিয়ম অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।